ভারতে থাকার অনুমতি পেলেন তসলিমা


taslima_76184_0

নিবার বিকেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তিনি দেখা করেন। এরপর তাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়
ভারতের আবাসিক ভিসা পেলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ভারত সরকার তাকে সে দেশে থাকার অনুমতি দিয়েছেন বলে শনিবার রাতে এনডিটিভিকে জানান এ লেখিকা।ভারতে থাকার অনুমতি পেলেন তসলিমা
ফাইল ছবি

তসলিমা বলেন, ‘আমি খুবই খুশী। ভারতে থাকতে দেওয়ায় এ দেশের সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এখানে সম্পূর্ণ নিরাপদ বোধ করছি।’

শনিবার রাতে টাইমস অব ইন্ডিয়াও এক প্রতিবেদনে ভারত সরকার তসলিমা নাসরিনকে সেদেশে থাকার অনুমতি প্রদান করেছে বলে জানায়।

এর আগে শনিবার দুপুরে নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাতে তাকে ভারতে থাকার অনুমতি দিতে অনুরোধ করেন তসলিমা।

সাক্ষাতে রাজনাথ সিং তাকে ভিসা দেওয়ার আশ্বাস দেন। এর পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে বুধবার ভারত সরকার তসলিমাকে এক বছরের ভিসা দিতে অস্বীকার করায় অসন্তোষ প্রকাশ করেন তসলিমা। এর পরই তাকে আবাসিক ভিসা দেওয়ার জন্য সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ব্যপক প্রচারণা চালায় বিভিন্ন সংগঠন। তার পাশে দাঁড়ান ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারপারসন ও সাবেক বিচারপতি মারকান্দে কাটজু।

১৯৯৪ সালে বিতর্কিত ‘লজ্জা’ উপন্যাস প্রকাশের পর থেকেই মৌলবাদীদের হুমকির মুখে কখনও আমেরিকা, ইউরোপ, কখনও ভারতে কাটিয়েছেন তসলিমা। ২০০৪ সাল থেকে তিনি নিয়মিত ভারতে থাকার আবাসিক ভিসা পেয়ে আসছিলেন।